ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে দুই বন্ধুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে দুই বন্ধুর মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে ব্রহ্মপুত্র নদের সেতু এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার সনমানিয়া বাজার এলাকার আলতাফ হোসেনের ছেলে ফাহাদ হোসেন (১৭) ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৬)।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের লিডার জুয়েল মিয়া জানান, কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কের সনমানিয়া এলাকায় সেতুর পাশে ব্রহ্মপুত্র নদে ৫/৬ জন বন্ধু গোসল করছিলেন। একপর্যায়ে ফাহাদ ও তরিকুল গভীর পানিতে ডুবে যাচ্ছিল। এসময় তাদের অপর বন্ধুরা তাদের উদ্ধার করতে চেষ্টা করে। পরে তাদের হাত ধরে তীরে আনতে চাইলে ফাহাদ ও তরিকুল  হাত ফসকে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ফাহাদ হোসেন ও তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
আরএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।