ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসিব হাওলাদার (২২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৭ জুলাই) সকালে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের মার্দাসি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  

আহতরা হলেন- স্বাধীন (৩০) ও মেহেদী (১৭)।  

হাসিব জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে।

নিহত হাসিবের নানা আ. মালেক খান জানান, হাসাব তার মামা শফিকুলের সঙ্গে মাছের ব্যবসা দেখাশোনা করতেন। ওই দিন সকালে বাগেরহাট থেকে মাছ ক্রয় করে টমটমযোগে মঠবাড়িয়ার দিকে ফিরছিলেন। পরে সকাল আনুমানিক ৯টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার মাদার্সি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাস টমটমটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্বাধীন ও মেহেদী গুরুতর আহত হন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তবে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।