ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় সোমবার ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
খুলনায় সোমবার ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

খুলনা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় খুলনায় আগামীকাল সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

রোববার (২৮ জুলাই) রাতে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকার তথ্য জানান।

খুলনা মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হলে পরিস্থিতি অবনতির দিকে যায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত শুক্রবার রাতে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।