ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

‘বিবেকের তাড়নায়’ যুবলীগ নেতার পদত্যাগ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
‘বিবেকের তাড়নায়’ যুবলীগ নেতার পদত্যাগ সায়েম জাফর ইমামী

মৌলভীবাজার: কোটা আন্দোলন ইস্যুতে দেশজুড়ে সহিংসতায় নিহতদের খবরে ‘আবেগপ্রবণ’ হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা লন্ডনপ্রবাসী যুবলীগ নেতা সায়েম জাফর ইমামী।

‘বিবেকের তাড়নায়’ পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ জুলাই) রাতে ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন সায়েম জাফর ইমামী।

লন্ডনে অবস্থানরত এ যুবলীগ নেতা ফেসবুকের পোস্টে বলেন, ‘আমি উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করলাম। ‌ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হিসেবে সকল নাগরিকের যে কোনো দাবি উত্থাপনের মৌলিক অধিকার রয়েছে। কোটা আন্দোলন আমার কাছে মনে হয়েছে একটি যৌক্তিক আন্দোলন। ’

তিনি লেখেন, ‘এ যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য যেভাবে সাধারণ শিক্ষার্থীরসহ জনগণকে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে নিতে পারছি না। যুবলীগের মতো এরকম একটি সংগঠনের সাথে আমার নাম জড়িয়ে থাকায় আমার নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত দংশিত হচ্ছি। এরকম ন্যাক্কারজনক হত্যা ও ঘটনার জন্য নিন্দা জানাই এবং এ হত্যাযজ্ঞের বিচার দাবি করছি। ’

এ ব্যাপারে জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ জানান, ‘সায়েম আওয়ামী পরিবারের সন্তান এবং ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। সে মোতাবেক যুবলীগের কমিটিতে স্থান পেয়েছিলেন তিনি। শুনেছি জাতীয় বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর বিস্তারিত বেশি কিছু জানি না। ’

অফিসিয়ালি কোনো পদত্যাগপত্র পাননি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪      
বিবিবি/এসএএইচ        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।