ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটা আন্দোলন: রাজশাহীতে আটকের পর অভিভাবকের জিম্মায় ৬ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
কোটা আন্দোলন: রাজশাহীতে আটকের পর অভিভাবকের জিম্মায় ৬ শিক্ষার্থী

রাজশাহী: কোটা সংস্কার আন্দোলনের পক্ষে পোস্টার বানাতে গিয়ে রাজশাহীর নিউ মার্কেট এলাকার একটি প্রেস থেকে দুই নারী শিক্ষার্থীসহ ৬ জনকে আটক করেছিল পুলিশ।  

রোববার (২৮ জুলাই) সন্ধ্যা তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা দিয়ে নিজেদের জিম্মায় থানা থেকে ওই শিক্ষার্থীদের ছাড়িয়ে নেন তাদের অভিভাবকরা।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সর্বোচ্চ আদালতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন হওয়ার পরও তারা কেন কোটা আন্দোলনের পোস্টার বানাচ্ছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছিল। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীদের তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।