ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরায় অস্ত্র-ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
রায়পুরায় অস্ত্র-ইয়াবাসহ আটক ২

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের পৃথক দুইটি অভিযানে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারগান, চায়না রাইফেল, ম্যাগজিন, গোলাবারুদ ও  ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৯ জুলাই) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ।

গ্রেপ্তাররা হলেন-রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি কান্দাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ইউনুস আলী (৩৫) ও হাসনাবাদ এলাকার হানিফ মিয়ার ছেলে আজিজুল (২০)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিলক্ষ্যা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় নিলক্ষার সোনাকান্দি মোর্শেদ মেম্বারের কাঠ বাগানের ভেতর থেকে ইউনুস নামে একজনকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং ২১০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।

অপরদিকে রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে  র‌্যাবের একটি দল। এসময় নরসিংদী জেলা কারাগারের ক্যান্টিন বয় আজিজুল নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে রায়পুরা থানা হেফাজতে হস্তান্তর করা হয়। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

সংবাদ সম্মেলনে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রবীর কুমার ঘোষ, এসআই আব্দুল হালিম, রকিবুল ইসলাম, এএসআই জোবায়ের হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।