ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সহিংসতায় স্বামীর মৃত্যু, শোক সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
সহিংসতায় স্বামীর মৃত্যু, শোক সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী গ্যাস রোড এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে মিষ্টি আক্তার (১৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কিছুদিন আগে সহিংসতায় স্বামী জিসানের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৯ জুলাই) দুপুরে খবর পেয়ে যাত্রাবাড়ী গ্যাস রোড় এলাকার একটি বাড়ির পঞ্চম তলা থেকে মিষ্টি নামে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে মিষ্টির স্বামী জিসান মারা যান। স্বামীর মৃত্যুর সইতে না পেরে মিষ্টি আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, মিষ্টির স্বামী জিসান কীভাবে মারা গেছে এটা জানা যায়নি। তবে সে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো দোকানে দোকানে পানির সাপ্লাই দিত। স্বামীর মৃত্যুর পরে মিষ্টির শোকাহত হয়ে খাওয়া-দাওয়া করতে চাইতেন না। স্বামীর কাপড়চোপড় ধরে কান্নাকাটি করতেন।

এসআই শাহ আলম জানান, মিষ্টির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে জানা গেছে, গত ২০ জুলাই জিসান যাত্রাবাড়ী এলাকার দোকানে দোকানে পানি সাপ্লাই দিচ্ছিলেন। এ সময় সহিংসতার মধ্যে পড়ে আহত হন তিনি। সেখান থেকে একটি হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।