ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শঙ্কামুক্ত নন ঢামেকের আইসিইউতে থাকা ১২ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
শঙ্কামুক্ত নন ঢামেকের আইসিইউতে থাকা ১২ জন

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১১৭ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আইসিসিতে থাকা ১২ জনের কেউই শঙ্কামুক্ত নয়।

মঙ্গলবার (৩০ জুলাই) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সহিংসতার ঘটনায় বর্তমানে ১১৭ জন ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১২ জন রোগীর আইসিইউতে আছেন। তাদের কেউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। হাসপাতালে ভর্তি ১১৭ জন রোগীর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের একটি সূত্র জানায়, সহিংসতার ঘটনায় সোমবার (২৯ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাবুল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত বাবুলসহ এ পর্যন্ত সহিংসতার ঘটনায় নিহত ৯৪টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদের মধ্যে আটজনের মরদেহের কোনো দাবিদার না থাকায় কয়েকদিন আগে সেই মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। বাকি মরদেহগুলো পুলিশের উপস্থিতিতে নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।