ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
ভোলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলা: বৃষ্টি উপেক্ষা করে নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।  

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ভোলার গজনবী স্টেডিয়াম সড়ক থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মিছিল বের করে পুরো শহর ঘুরে ভোলা-লক্ষ্মীপুর, বরিশাল সড়কের ভোলা অংশের ইলিশা স্টান্ড ট্র্যাফিক চত্বরে গিয়ে অবস্থান করেন আন্দোলনকারীরা।

সেখানে সংক্ষিপ্ত বক্তবে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারী এনিসহ অন্যরা বলেন, আমাদের নয় দফা দাবি মানেনি, আমরা কোটা চাই না, আমাদের ভাইদের ফিরিয়ে দেওয়া হোক, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। দাবি মেনে না নিলে, ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ আমরা ছাড়ব না।

এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক পুলিশি নিরাপত্তা থাকায় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।  

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে, কোনো সহিংসতা নেই। পরিস্থিতি এখন শান্ত আছে।

বাংলাদেশ সময়:  ১৫০৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।