ঢাকা: বৃহস্পতিবার (১ আগস্ট) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে গিয়েছিলেন।
এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
ড. শিরীন শারমিন চৌধুরী কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল এবং হুইপ সানজিদা খানম, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
এসকে/আরআইএস