ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ জাল দিয়ে মাছ শিকার, ২০ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
অবৈধ জাল দিয়ে মাছ শিকার, ২০ জনকে জরিমানা

বরিশাল: বরিশালের হিজলার বিভিন্ন নদীর চরে অভিযান চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে ২০ জনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

এর আগে বৃহস্পতিবার রাত ও দুপুরে পৃথক অভিযানে ওই ২০ জেলেকে অবৈধ চর ঘেরা জাল দিয়ে মাছ শিকারের সময় আটক করা হয়।

উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ইয়াসীন সাদেকের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর প্রথমে বৃহস্পতিবার রাত ১ টার দিকে মেঘনা নদীর একটি চরে অভিযান চালায়।

ওইসময় চরটিকে ঘিরে রাখা চর ঘেরা জাল জব্দ করা হয় এবং ১২ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং আটক ১২ জনের প্রত্যেককে ২ হাজার করে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হিজলার গৌরব্দি ইউনিয়নের চর কিল্লার খেউরিয়া চরে অভিযান চালানো হয়। যে অভিযানে চর ঘেরা জাল দিয়ে মাছ শিকারের অপরাধে আরও ৮ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

দুটি অভিযানে আটক ২০ জনকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে হিজলা নৌ পুলিশের পরিদর্শক মো. তরিকুল ইসলাম তালুকদারসহ সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

 বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।