ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় শিক্ষার্থীদের অবস্থান, হাজির হলো র‍্যাব-বিজিবি-পুলিশ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
কুমিল্লায় শিক্ষার্থীদের অবস্থান, হাজির হলো র‍্যাব-বিজিবি-পুলিশ

কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিজ’ কর্মসূচিতে অংশ নিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের শিক্ষার্থীরা। এতে অংশ নেয় কলেজের নবম, দশম, একাদশ, দ্বাদশ ও সাবেক শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (১ আগস্ট) কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় কলেজ ক্যাম্পাসের মূল ফটকে কপালে ও মুখে লাল কাপড় বেঁধে তারা একত্র হয়।

জানা গেছে, দুপুর ২টার দিকে কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের গেটে জড়ো হয়। এ সময় কয়েকজন শিক্ষক তাদের বুঝিয়ে দিলে তারা সরে যায়। বেলা আড়াইটার দিকে শতাধিক শিক্ষার্থী কলেজের দিকে মিছিল নিয়ে আসে।  

এ সময় তাদের হাতে প্লে-কার্ড ও কপালে লাল কাপড় দেখা যায়। অনেকের মুখেও লাল কাপড় দেখা যায়। শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হয়। তারা কলেজে প্রবেশ করে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে সমাবেশ করতে চায়।  

এ সময় শিক্ষার্থীদের অবস্থানের খবর মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে লোকজনের জটলা বাড়তে থাকে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে কয়েকজন শিক্ষক এগিয়ে আসেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে নিবৃত্ত করতে পারেননি। কলেজ অধ্যক্ষ আবুল হাসান পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানান। এরপর ঘটনাস্থলে আসে বিজিবি, পুলিশ ও র‍্যাবের কয়েকটি গাড়ি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ কলেজের শিক্ষকদের সমন্বয়ে  শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করেন। শিক্ষার্থীরা শুক্রবার (২ আগস্ট) আগামীকাল অবস্থান নেবেন বলে ফিরে যান।  

কলেজ অধ্যক্ষ আবুল হাসান বলেন, শিক্ষার্থীরা অবস্থান নিলে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি। এরপর আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিই। শিক্ষার্থীরা কেউই খারাপ আচরণ করেনি। তারা অবস্থান নিতে চাইলে আমরা বেঝানোর চেষ্টা করেছি। তারা আমাদের বলেছে কাল অবস্থান নেবে। এ বলে ফিরে যায়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।