ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে তা শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য helphsc24@gmail.com ঠিকানায় তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিন জন এইচএসসি পরীক্ষার্থী এদিন জামিন পেয়েছেন। তারা শিগগিরই কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবে।

রাজউক উত্তরা মডেল কলেজের অন্য একজন পরীক্ষার্থীর তথ্য পাওয়া গেছে। আশা করা হচ্ছে সেও আগামী রোববারের মধ্যে মুক্ত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।