ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর কুড়াতলী নামক স্থানে ট্রেনের ধাক্কায় আব্দুল কাদের (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার পরে মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য জানান।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এর মধ্যবর্তী স্থান কুড়াতলী নামক এলাকার রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় আব্দুল কাদের ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর সংবাদে ঘটনাস্থলে গিয়ে নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার সদস্যরা লাশ শনাক্ত করেন। জানা যায় নিহতের নাম আব্দুল কাদের , বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে থাকতেন ভাটারা কুড়িল এলাকায়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।