বরিশাল: মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগরের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
শুক্রবার (২ আগস্ট) সকালে বরিশাল নগরের বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী ইমরান বলেন, ভ্যান নিয়ে তিনি নগরের বিভিন্ন দোকানে পণ্য দিয়ে থাকেন। টানা বৃষ্টির কারণে গত বৃহস্পতিবার (১ আগস্ট) সারাদিন যেমন ভোগান্তি হয়েছে, আজও তেমন ভোগান্তি হচ্ছে। তবে আজ বৃষ্টির সঙ্গে সড়ক পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
রিকশাচালক আলামিন বলেন, নগরের বটতলা, বগুরা রোডসহ বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি আরও হলে সড়কে পানির মাত্রা বাড়বে। আর তখন রিকশা চালিয়ে উপার্জন বন্ধ হয়ে যাবে। গত কয়েক বছর ধরে এটাই দেখে আসছি।
এদিকে বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে। আগামী দুদিন টানা বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এমএস/আরবি