ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর উত্তরায় সাতসকালের টানা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ও ছাত্র হত্যার বিচারের দাবিতে তারা এ বিক্ষোভ করেন।

শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশ এলাকা।

এ সময় তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন কলেজের শিক্ষকরা। দুই ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে কলেজের সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বুধবার (২৮ জুলাই) সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত হয়। তবে উত্তরায় শিক্ষার্থীরা আজ এ কর্মসূচি পালনের ঘোষণা দেন।


বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন,  আন্দোলন দমানোর জন্য চালিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের। আমরা যেকোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি করছি।

সকাল থেকেই কর্মসূচিতে অংশ নিতে উত্তরার ৬ নম্বর সেক্টরের রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন অনেক শিক্ষক ও অভিভাবক। তারাও শিক্ষার্থীদের সঙ্গে বিচারের দাবিতে স্লোগান দেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।