বরিশাল: কোটা সংস্কার আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা, গণগ্রেপ্তার শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে এবং নিহতদের স্মরণে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন।
অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।
এর আগে শিক্ষার্থীরা নগরের জিলা স্কুল মোড় থেকে গান গাইতে গাইতে র্যালি করে শহিদ মিনারে আসেন। তারপর হতাহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে নিহত ও আহতের ঘটনার দায় নিয়ে সরকার প্রধানের পদত্যাগ দাবি করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন-আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান, লামিয়া সাইমুন, অর্পিতা নন্দি বন্যি, রাইজুল ইসলাম সাকিব, শশী রায়, রুবাইয়া, নয়ন সরকার জয়, সুজন সিকদার ও আরিফ শাহরিয়ার।
সংক্ষিপ্ত বক্তৃতায় আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যা করেছে। এ হত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২৪
এমএস/জেএইচ