ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার ৩৫ জন এইচএসসি পরীক্ষার্থী কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার নাশির আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৩৫ জন শিক্ষার্থীকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারে সামনে তাদের স্বজনরা অপেক্ষায় আছে। নিজ নিজ স্বজনরা তাদের বুঝে নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এজেডএস/আরবি