ঢাকা: রাজধানীর মিরপুর ডিওএইচএস গেটে বিক্ষোভ ও মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর-১২ ডিওএইচএস এক নম্বর গেটের সামনে আন্দোলনকারীদের নামতে দেখা যায়।
সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করছেন।
এর আগে, শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। সারাদেশের আপামর জনসাধারণকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এমএমআই/এসসি