ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর রামপুরা-বাড্ডার রাস্তায় শিক্ষার্থীরা, ৯ দফার স্লোগান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
রাজধানীর রামপুরা-বাড্ডার রাস্তায় শিক্ষার্থীরা, ৯ দফার স্লোগান

ঢাকা: সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।   এর অংশ হিসেবে রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

তাদের কণ্ঠে শুধু ৯ দফার স্লোগান।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় রামপুরা-বাড্ডার সড়কে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস, জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনোরকমের আক্রমণ করবে না।

এর আগে শুক্রবার রাতে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ, ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সারা দেশের আপামর জনসাধারণকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।