ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশ ভ্রমণ না করার লেভেল-৪ নোটিশ দিয়েছে দেশটি।

 

শনিবার (৩ আগস্ট) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস নিরাপত্তা সতর্কীকরণ বার্তায় এ পরামর্শ দিয়েছে।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও জমায়েতের আহ্বান অব্যাহত রয়েছে। আগামী রোববার (৪ আগস্ট) থেকে ‘সম্পূর্ণ অসহযোগ’ আন্দোলনের আহ্বানের বিষয়েও আমরা সচেতন। আগামী দিনে আরও প্রতিবাদ হতে পারে।  

বিক্ষোভের কারণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত। বিক্ষোভ এড়ানো ও যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অনিরাপদ বোধ করলে মার্কিন নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথাও বিবেচনা করা উচিত। বর্তমানে বাংলাদেশ ভ্রমণ না করার লেভেল-৪ নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।