ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক ফাঁকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক ফাঁকা

নারায়ণগঞ্জ: শিক্ষার্থীদের আন্দোলনের কারণে একেবারে ফাঁকা হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক।

শনিবার (৩ আগস্ট) দুপুরে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আঞ্চলিক কিংবা দূরপাল্লার গাড়ির সংকট থাকা মহাসড়কে অটোরিকশাকে যানবাহনের জন্যে বেছে নিয়েছেন প্রয়োজনে থেকে বের হওয়া মানুষ।

কয়েকজন জানিয়েছে, জরুরি প্রয়োজনে বের হয়ে গাড়ি না পাওয়ায় অটোরিকশাকে বেছে নিয়েছেন তারা। তবে রিকশা চালকরা গাড়ি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

সড়কে থাকা কোমল মিনিবাসের এক চালক বলেন, আজ গাড়ির সংখ্যা কম থাকায় বের হয়েছেন তিনি। তবে সড়কে যাত্রী নাই তেমন।

কয়েকজন অটোরিকশা চালকের সঙ্গে কথা বললে তারা বলেন, কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এখন পর্যন্ত যথেষ্ট যাত্রী রয়েছে। তেমন ঝামেলা তাদের চোখে পড়েনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, আমরা মহাসড়কে অবস্থান করছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।