ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে শ্বশুরবাড়িতে মিলল জামাতার ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
আড়াইহাজারে শ্বশুরবাড়িতে মিলল জামাতার ঝুলন্ত মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে মো. বেলায়েত হোসেন (২৬) নামে এক জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 
মৃত বেলায়েত একই উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে। তবে  স্বজনরা তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন।

মৃতের বড় ভাই বিল্লাল হোসেন জানান, ৩ বছর আগে তার ভাই বেলায়েতের সঙ্গে দাইরাদী গ্রামের নাইমের মেয়ে রিতু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়। এরপর স্বামী বেলায়েত মালোয়েশিয়ায় চলে যায়। ৫ মাস আগে সে মালোয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসে। তাদের সংসার ভালোই চলছিল। শুক্রবার বেলায়েত তার স্ত্রীকে নিয়ে মামা শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ওই খানে থেকে সে শ্বশুরবাড়িতে  রাতযাপন করেন। শনিবার (২ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে স্বামী- স্ত্রীর তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রী রিতু তাদের স্বজনদের নিয়ে হত্যা করে মরদেহ ঘরের ফ্যানে সঙ্গে ঝুলিয়ে রাখে। আমারা এ হত্যাকাণ্ডের বিচার চাই। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।

মৃতের ভগ্নিপতি মোহসিন জানান, বেলায়েতের ১৩ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে হত্যা না আত্মহত্যা। বর্তমানে অপমৃত্যুর মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।