ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় আদালতের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
পুরান ঢাকায় আদালতের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর 

ঢাকা: পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় লাঠি হাতে একদল যুবক ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দেয়।  

তখন সিএমএম আদালতের প্রধান ফটকে ইটপাটকেলও নিক্ষেপ করা হয়। লাঠিসোঁটা দিয়ে ফটক ভাঙার চেষ্টা করে তারা। তবে আদালতের ফটকে তালা দেওয়া থাকায় তারা সেখানে প্রবেশ করতে পারেনি। আদালতের সামনে থাকা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে বের হয়ে রায় সাহেব বাজারের দিকে চলে যায়।  

এর আগে গতকাল শনিবার (৩ আগস্ট) একদফা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের অংশ হিসেবে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় তারা। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
কেআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।