ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারের পতন এখন সময়ের ব্যাপার, মন্তব্য মিনুর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
সরকারের পতন এখন সময়ের ব্যাপার, মন্তব্য মিনুর

রাজশাহী: সরকারের পতন এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

রোববার (৪ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর ভদ্রায় থাকা নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি ’৬৯-এর গণঅভুত্থান দেখেছি। ’৯০-এর গণঅভুত্থান দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা সেসব গণঅভুত্থানের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে আন্দোলন করছেন। ভেতরে ভেতরে একটা বিরাট গণঅভুত্থান ঘটে গেছে। তাই সরকারের পতন এখন সময়ের ব্যাপার। ’

শিক্ষার্থীদের আন্দোলন ও অসহযোগ কর্মসূচিতে বিএনপির পূর্ণ সমর্থন আছে জানিয়ে মিনু বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাদের এ সমর্থন দেওয়া হয়েছে। রাজশাহীতেও আমি সর্বস্তরের মানুষকে এই অসহযোগ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের পাশে আছি। ’

রাজশাহীতে পুলিশ ধরপাকড় করছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করছে বলেও দাবি করেন মিনু।

তিনি বলেন, ‘রাজশাহী মহানগর এলাকায় সম্প্রতি পুলিশ ১৬টি মামলা করেছে। ৩০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।