ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জিগাতলায় আন্দোলনকারীদের ধাওয়া দিল আওয়ামী লীগ কর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
জিগাতলায় আন্দোলনকারীদের ধাওয়া দিল আওয়ামী লীগ কর্মীরা ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডির জিগাতলা মোড়ে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার(৪ আগস্ট) দুপুরের দিকে জিগাতলা মোড়ের কাছে ধানমন্ডি ৩/এ সড়কর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের দিকে আন্দোলনকারীরা আসার চেষ্টা করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ধাওয়া দেয়।

আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে থেকেই কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন ৷

দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের একটা অংশ সীমান্ত স্কয়ারের কাছাকাছি আসলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল করে সামনে এগিয়ে যায়। এসময় বিপরীত দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দেয়। পরে  আন্দোলনকারীরা সেখান থেকে সরে সায়েন্সল্যাবের দিকে চলে যায়।

ঘটনার সময় দুপক্ষের হাতেই ছিল লাঠিসোঁটা দেখা যায়। এ সময় এলোপাতাড়ি ইটপাটকেল, ককটেল নিক্ষেপ করতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শিরা জানান ৷

বাংলাদেশ সময় ১৪০০ ঘন্টা, আগস্ট ৪, ২০২৪
এসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।