ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অসহযোগ আন্দোলন: বিভিন্ন স্থানে সংঘর্ষে আহতরা ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
অসহযোগ আন্দোলন: বিভিন্ন স্থানে সংঘর্ষে আহতরা ঢামেকে

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ থেকে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আসতে শুরু করেন আহতরা।

বেলা পৌনে বারোটার মধ্যে অন্তত ৫জন হাসপাতালে আসেন।

তারা হলেন- মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০), সুভাষ (২৪), তানভির রহমান (২০) ও সেলিম (৪০)।

আহতরা জানান, শাহবাগে কর্মসূচিতে যোগ দিয়েছেন শত শত আন্দোলনকারী। তখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর আক্রমণ করে। তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এতে তারা আহত হন।

পুরান ঢাকার নয়াবাজারে আহত হন নিজাম (২৩) নামে এক দোকান কর্মচারী। তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. দীপু জানান, বংশাল নবাবপুরে তাদের ইলেক্ট্রিক দোকান। সেখান থেকে দোকানদাররা আন্দোলনকারীদের পক্ষে একটি মিছিল বের করেন। মিছিলটি নয়াবাজার পৌঁছলে সেখানে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে নিজাম আহত হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এজেডএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।