ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারফিউ ভেঙে নওগাঁর সড়কে শিক্ষার্থীরা

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
কারফিউ ভেঙে নওগাঁর সড়কে শিক্ষার্থীরা

নওগাঁ: নওগাঁয় কারফিউ ভেঙে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

সোমবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে শহরের কাজির মোড়ে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় তাদের ১ দফা দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। কিছু পরেই সেনা সদস্যরা সেখানে অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যেই শিক্ষার্থীদের আন্দোলন চলছে। অন্যদিকে শহরের প্রতিটি পয়েন্টে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

কারফিউ ঘিরে শহরের সব দোকান বন্ধ আছে। প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।