ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গণতন্ত্র নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন: যুক্তরাজ্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
গণতন্ত্র নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন: যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার। ফাইল ছবি

বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাজ্য। আজ বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমারের মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেন, 'গত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি, তা নিয়ে প্রধানমন্ত্রী খুবই হতাশ। আশা করি, গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও শান্তিকে ত্বরান্বিত করতে  দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। '

তিনি আরও বলেন, 'ছাত্র, শিশু ও আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ মানুষের প্রাণহানি একদমই অগ্রহণযোগ্য। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং কখনোই সহিংসতার শিকার হতে দেওয়া যাবে না। কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাই, সকল শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের যেন মুক্তি দেওয়া হয় এবং যারা অভিযুক্ত ও বিচারের সম্মুখীন হয়েছেন তাদের ক্ষেত্রে যেন যথাযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা হয়। '

এর আগে  জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। এর মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।   

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।