ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজিবি’র অভিযানে জুলাই মাসে ১৭৯ কোটি টাকার চোরাচালান জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বিজিবি’র অভিযানে জুলাই মাসে ১৭৯ কোটি টাকার চোরাচালান জব্দ

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৯ কোটি ৬৮ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান কৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে।  

মঙ্গলবার (৬ আগস্ট) বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৬ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৪২৫ গ্রাম রূপা, ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ, ২,৫৬,৯৮০টি কসমেটিক্স সামগ্রী, ১,৬৪৩টি ইমিটেশন গহনা, ১৮,৩৪১টি শাড়ী, ৯,৯০৫টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরিপোশাক, ১,৪২৮ ঘনফুট কাঠ, ১,৬৪৮ কেজি চা পাতা, ১,৪০,৮২০ কেজি কয়লা, ৩২৩ ঘনফুট পাথর, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১৪টি ট্রাক, ৩টি পিকআপ, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৩টি কাভার্ড ভ্যান, ১টি বাস, ৪টি ট্রাক্টর, ২২৯টি নৌকা, ৪৫টি সিএনজি/ইজিবাইক, ৮৪টি মোটরসাইকেল এবং ১১টি বাইসাইকেল।  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি।  

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৪,৯৭,৫৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৬০৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২ কেজি ৯৯৭ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৪৮ বোতল ফেনসিডিল, ২২,৪২১ বোতল বিদেশী মদ, ৬৬২ লিটার বাংলা মদ, ৫২৫ ক্যান বিয়ার, ১,৩৬০ কেজি গাঁজা, ৬২,৬০৭টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২,২৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ কেজি ৬৬৭ গ্রাম কোকেন, ১,২৪৩ বোতল এমকেডিল/কফিডিল, ৬,২৯,৯০৬টি বিভিন্ন প্রকার ঔষধ, ৬১৮ পিস এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২৩ বোতল এলএসডি এবং ১৫,৩২,৪২০ অন্যান্য ট্যাবলেট।  

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮২ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯৪ জন বাংলাদেশী নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং ১,২৫১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।