নেত্রকোনা: নেত্রকোনায় জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে স্মৃতিফলক স্থাপন করা করেছে নেত্রকোনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের জয়ের বাজার এলাকায় জয়ের বাজার মোড়ে বৈষম্যবিরোধী প্রজন্ম চত্বরে একটি স্মৃতিফলক স্থাপন করা হয় এবং স্থাপনের পর জয়ের বাজার মোড়কে বৈষম্যবিরোধী প্রজন্ম চত্বর মোড় ঘোষণা করা হয়।
এর আগে বিকেল ৫টায় শহীদ মিনার এলাকা থেকে একটি পথ র্যালি নিয়ে ছাত্রছাত্রীরা জয়ের বাজার এলাকায় একত্র হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান সায়েম বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর জয়ের বাজার মোড়কে বৈষম্যবিরোধী প্রজন্ম চত্বর মোড় নাম দেওয়া হলো। এর মাধ্যমে আমরা এ আন্দোলনে সব শহীদদের স্বরণ ও শ্রদ্ধা জানাচ্ছি। এটাকে স্থায়ীভাবে রূপ দেওয়া হবে। এই চত্বরে সব রকম বৈষম্যের জন্য নেত্রকোনার মানুষ নির্বিঘ্নে দাঁড়াবে।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
আরএ