ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ-সংঘর্ষে আহত ১৬

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
গাজীপুরে জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ-সংঘর্ষে আহত ১৬

গাজীপুর: গাজীপুরে জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ ও কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় রাবার বুলেটে ১৩ জন কারাবন্দি এবং সংঘর্ষে ৩জন  কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা কারাগারে এ ঘটনা ঘটেছে।  

কারাগার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরে জেলা কারাগারের ভেতর সাজাপ্রাপ্ত কয়েদি ও হাজতি বন্দিরা হঠাৎ করে বিদ্রোহ করে। এ সময় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৩জন কারারক্ষী আহত হয়। পরে কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় রাবার বুলেটে ১৩ জন কারাবন্দি আহত হন। খবর পেয়ে  সেনাবাহিনীর একটি দল গাজীপুর জেলা কারাগারে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

গাজীপুর জেলা কারাগারে কর্মরত চিকিৎসক মাকসুদা আক্তার জানান, রাবার বুলেটে ১৩ জন কারাবন্দি এবং  সংঘর্ষে ৩ জন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।