ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন এম তৌহিদ হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন এম তৌহিদ হোসেন এম তৌহিদ হোসেন

ঢাকা: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পেয়েছেন এম তৌহিদ হোসেন। তিনি বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব।

১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি নরসিংদীতে জন্মগ্রহণ করেন এম তৌহিদ হোসেন। তিনি ১৯৮১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন।

তিনি ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০১৪ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। পরে শিক্ষকতা, লেখালেখি ও গবেষণায় যুক্ত ছিলেন এম তৌহিদ হোসেন।

উল্লেখ্য, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
টিআর/আরিব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।