ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটির ১২ থানায় পুলিশের কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
রাঙামাটির ১২ থানায় পুলিশের কার্যক্রম শুরু

রাঙামাটি: পাঁচদিন পর রাঙামাটির ১২টি থানায় পুলিশের সেবা কার্যক্রম শুরু হয়েছে।  

শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার রাঙামাটি কোতোয়ালি, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, রাজস্থলী, বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, সাজেক এবং চন্দ্রঘোনা থানায় একযোগে সেবা কার্যক্রম শুরু হয়েছে।  

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ঘিরে অস্থিরতায় রাঙামাটির কোনো থানা সহিংস তাণ্ডব-হামলার শিকার না হলেও শহরের বনরূপা এলাকায় পুলিশ চেক বক্স পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, শুক্রবার দুপুর থেকে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ১২ থানায় প্রায় আড়াই হাজারের মতো পুলিশ সদস্য রয়েছেন।  

ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার খ্যাত শেখ হাসিনার সরকারের পতনের পর পরই দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।