ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবান শহর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
বান্দরবান শহর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

বান্দরবান: নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে পৌরসভা এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

শুক্রবার (৯ আগস্ট) সকালে বান্দরবানের যুব ও ছাত্র সমাজের ব্যবস্থাপনায় এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।

এ সময় শিক্ষার্থীরা বান্দরবান পৌরসভা এলাকার সাংগু নদীর তীরবর্তী এলাকায় পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিষ্কার করে এবং সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।