ঢাকা: ওবায়দুল হাসান আজ সন্ধ্যার মধ্যে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীদের হাইকোর্ট ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।
শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের চলে যেতে অনুরোধ জানান হাইকোর্ট এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর লে. কর্নেল রেজওয়ানুজ্জামান খান।
এসময় তিনি মাইকে বলেন, আপনারা সুষ্ঠু বিচারের জন্যই এ আন্দোলন করছেন। ওবায়দুল হাসান পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। আপনার এখন এ জায়গা থেকে সরে যান। এতো ভিড়ের মধ্যে যেকোনো অঘটন ঘটাতে পারে। তাতে বিচারশালা ক্ষতিগ্রস্ত হবে ও আপনাদের আন্দোলন বাধাগ্রস্ত হবে। আপনারা সরে যান।
এর আগে সকাল থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেন। তারা বিচারপতিদের দলবাজ দাবি করে পদত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমারা দেখেছি শত শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য অপশক্তি, পরাজিত শক্তি চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করবো, প্রতিরোধ করবো।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
ইএসএস/এসআইএস