ঢাকা: নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।
শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়।
প্রসঙ্গত, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
টি আর/জেএইচ