ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী

ঢাকা: মহেশখালীতে একজন সশস্ত্র সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে নৌবাহিনী।

শনিবার (আগস্ট ১০) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তারই  ধারাবাহিকতায় শনিবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে ছোট মহেশখালী এলাকায় লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা আদিনাথ মন্দির এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে।

টহলকালে জানা যায় যে, আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গোলাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।