ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লা কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা পরিদর্শনে জিওসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
কুমিল্লা কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা পরিদর্শনে জিওসি

কুমিল্লা: কুমিল্লা কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা পরিদর্শন করেছেন কুমিল্লা সেনানিবাসের তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  

শনিবার (১০ আগস্ট) বিকেলের দিকে তিনি থানা পরিদর্শনে আসেন।

এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে আপনারা কাজে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে। প্রতিটি থানায় ১৮-২০ জন সেনাসদস্য সহযোগিতা করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে তার জন্য আমাদের সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে আছে। এলাকাভিত্তিক যে কোনো অরাজকতা কেউ করতে চাইলে তার পরিচয় আমাদের দিন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব।

থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।