ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছুরিকাঘাতে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
ছুরিকাঘাতে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনিতে নিহত ২

দিনাজপুর: দিনাজপুরে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আটক দুই ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছেন।  

শনিবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের রামসাগর নওশনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন শহরের বালুবাড়ী এলাকার সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০) ও উপশহর ৪ নম্বর ব্লকের জুয়েল ইসলামের ছেলে তারেক (১৭)।  

আহত ইজিবাইক চালকের নাম জানা যায়নি। তবে তিনি শহরের মাহুতপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।  

স্থানীয়রা জানান, শনিবার রাতে চালকের ব্যাটারি চালিত ইজিবাইক ভাড়া করে শহর থেকে খানপুর এলাকায় যেতে বলেন মেরাজ ও তারেক। পথে রামসাগরে পৌঁছালে ইজিবাইক থামিয়ে চালককে কুপিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মেরাজ ও তারেক। এসময় চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই দুজনকে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের দিনাজপুর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।