ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
ফেনীতে বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত ছেলের মৃত্যু ফাইল ফটো

ফেনী: ফেনীর দাগনভূঞায় প্রতিপক্ষের হামলায় আহত মো. আবির (১৮) নামের এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে।  

শনিবার (১০ আগস্ট) সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আবির দাগনভূঞা পৌর এলাকার আমান উল্যাহপুর মনু হাজী বাড়ির মো. জাহাঙ্গীরের ছেলে। পরিবারে তিন ভাইবোনের মধ্যে তিনি মেজ সন্তান ছিলেন।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দাগনভূঞা পৌর এলাকার বাংলা বাজার (পাকিস্তান বাজার) স্বপন হোটেল সংলগ্ন নিজাম টাওয়ারের ভাড়া বাসার এক মেয়ে শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হয়ে ভবনের মালিক নিজাম উদ্দিন ওই মেয়েকে জেরা করেন। গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পতনের পর ওই মেয়ে ভবনের ছাদে একটি জাতীয় পতাকা উত্তোলন করলে মালিক নিজাম উদ্দিন তাকে মারধর করে মাথায় আঘাত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ও আবিরের বাবা জাহাঙ্গীর এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করে।  

এ সময় নিজাম, তার ভাই পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, ভবনের কর্মচারী মানিক ও বাহার দলবল নিয়ে জাহাঙ্গীরকে মারধর করে। পরে বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে আবিরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতের ফুফাতো ভাই হাবিব উল্যাহ ফরহাদ বলেন, স্থানীয় নিজাম, তার বাবাকে বাঁচাতে গেলে জসিম, বাহার ও মানিক দলবল নিয়ে আবিরকে প্রথমে কিলঘুষি মারতে থাকে। পরে লাঠি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরে জখম করে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।  

এদিকে আবিরের মরদেহ এদিন বিকেলে নিজাম টাওয়ারের সামনে রেখে প্রতিবাদ মিছিল করেন স্বজন ও স্থানীয়রা।

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।