ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আন্দোলনে নিহত শিক্ষার্থী কাউছারের স্মরণে লক্ষ্মীপুরে শোক মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
আন্দোলনে নিহত শিক্ষার্থী কাউছারের স্মরণে লক্ষ্মীপুরে শোক মিছিল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবলীগের গুলিতে নিহত কাউছার ওয়াহেদ বিজয়ের স্মরণে শোক মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।  

রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

শোক মিছিলে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোজাহারুল হক ও সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলমসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

কাউছার লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি সদর উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের ইসমাইল পাটওয়ারী বাড়ির ইসমাইল হোসেন ফিরোজের ছেলে।

জানা গেছে, গত ৪ আগস্ট সারাদেশের মতো লক্ষ্মীপুরে শিক্ষার্থী-জনতা আন্দোলনে নামেন। ওইদিন আওয়ামী লীগের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থী-জনতার ধাওয়ায় আওয়ামী লীগের লোকজন পালিয়ে যায়। এতে আন্দোলনকারীরা ঝুমুর থেকে উত্তর তেমুহনী হয়ে বাজারের দিকে যাওয়ার পথে তমিজ মার্কেট এলাকায় যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর গুলি করে। সেখানে কাউছারসহ ৩ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ তিনজনসহ এদিন আন্দোলনরত ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।