গাইবান্ধা: গাইবান্ধা সদরসহ সাত থানায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ শতভাগ দায়িত্বে ফিরেছে পুলিশ। তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) সকালে শতভাগ দায়িত্বে ফেরার ঘোষণা দেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।
বিভিন্ন থানা পরিদর্শনের অংশ হিসেবে দুপুরে জেলার পলাশবাড়ী থানায় পৌঁছায় পুলিশ সুপার।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে স্থানীয় সংবাদ কর্মীদের উদ্দেশ্যে কথা বলা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার।
শেষে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন কামাল হোসেন।
উপস্থিত সবার উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সারাদেশে উদ্ভুত পরিস্থিতির তুলনায় শান্তিপূর্ণ ছিল গাইবান্ধা জেলা। সদরসহ সাত উপজেলার কোনো থানাতেই হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সে কারণে সকল থানাতেই আংশিক কার্যক্রম চলমান ছিল। আজ শেষে সকল থানায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম চালু করা হয়েছে।
জেলাজুড়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দলমত নির্বাশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১২,
আরএ