দিনাজপুর: দিনাজপুরের ১৩টি থানায় ৯০ শতাংশ পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
সোমবার (১২ আগস্ট) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জিন্নাহ আল মামুন বলেন, বর্তমান প্রেক্ষাপটে কিছু দিন থানার কার্যক্রম বন্ধ ছিল। আমাদের সমস্ত পুলিশ জনগণের সেবা প্রদানের জন্য তৎপর রয়েছে। আমাদের কয়েকটি থানা ক্ষতিগ্রস্ত ছিল সেগুলোতেও সার্ভিস চালু করা হয়েছে। অনেকেই সেবা নিতে আসতে শুরু করেছে। বাইরের সেবাগুলো চালু করা হয়েছে। টহল টিম কাজ করছে। ট্রাফিক বিভাগ কাজ করছে। পুলিশ ২৪ ঘণ্টা জনগণের সেবা দিতে প্রস্তুত। আপনাদের সবার সব ধরনের সহযোগিতা কামনা করছি।
১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতির ডাক দেয় পুলিশ। অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে জেলার ১৩টি থানায় অভ্যন্তরীণ ও জরুরি সেবা চালু হয়েছে আগের মতই। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও জনগণের পাশে থেকে কাজ করবে পুলিশ এমন প্রত্যাশা সর্বসাধারণের।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
জেএইচ