ঢাকা: বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদাত বার্ষিকীর দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটি থাকছে কিনা সে বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ১৫ আগস্ট সরকারি ছুটি থাকবে কিনা তা নিয়ে নানা গুঞ্জন চলছে।
এক সাংবাদিক প্রশ্ন করেন- সামনে ১৫ আগস্ট। সরকারি ছুটি, শোক দিবস। সেক্ষেত্রে আপনারা কী সিদ্ধান্ত (ছুটির বিষয়) নিয়েছেন- এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
১৫ আগস্টের মাত্র তো তিন দিন বাকি আছে। মাঠ পর্যায়ে কোনো নির্দেশনা দেওয়ার বিষয়ে আপনারা কিছু ভাবছেন কিনা- এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমাদের এখানে আমরা কোনো নির্দেশনা পাইনি। এমন কিছু যদি থাকে, তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানতে পারবো, কিন্তু আমরা কোনো নির্দেশনা পাইনি।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এমআইএইচ/আরবি