কক্সবাজার: কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদীয়া থানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১২আগস্ট) দুপুরে নৌবাহিনীর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনীর একটি দল থানা পরিদর্শন করেন। থানার কার্যক্রম শুরু হলে স্হানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা নৌবাহিনী পুলিশ ও আনসার সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তারা থানার কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সাধারণ জনগণের সেবায় পুলিশ পুনরায় কাজ শুরু করেছেন।
নৌবাহিনীর সহায়তায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলকার থানাসমূহকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছে। তার আগে দ্বীপ উপজেলায় নৌবাহিনীর টহল তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে দেখা যায়। উল্লেখ্য পুলিশের পাশাপাশি যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীও তাদের দায়িত্ব পালন করে যাবেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা,আগস্ট ১২,২০২৪
এসবি/এমএম