ঢাকা: সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করাসহ ৮ দফা দাবিতে রাজধানীর শাহবাহ মোড় অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টায় টানা চতুর্থ দিনের মতো ‘বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ’র ব্যানারে তারা এ অবরোধ করেন।
অবরোধের বিষয়ে ‘বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ’র অন্যতম সমন্বয়ক সঞ্জিত কুমার দাস বলেন, গত ৫ আগস্ট থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট হচ্ছে। এতে আমরা ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এসব হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তিসহ ৮ দফা দাবিতে আমরা প্রতিদিন শাহবাগে বিক্ষোভ করছি।
তিনি আরও বলেন, আমরা এ দেশের নাগরিক। আমরা অন্য সবার মতো নির্ভয়ে এদেশে থাকতে চাই। অতীতে আমাদের ওপর নির্যাতন হয়েছে। আমাদের ওপর যাতে আর কোনো নির্যাতন না হয় সেজন্য সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় প্রয়োজন।
তাদের দাবিগুলো হলো-
১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি দেওয়া, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
২. অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে।
৩. ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করতে হবে।
৪. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।
৫. ‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন’ যথাযথ বাস্তবায়ন করতে হবে।
৬. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।
৭. ‘সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড’ আধুনিকায়ন করতে হবে।
৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটির ঘোষণা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এসসি/আরবি