ঢাকা: রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সে অস্ত্রাগারে মিস ফায়ারিংয়ে আল আমিন (৩০) নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহত আল আমিন দারুসসালাম থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। কোটাবিরোধী আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইন্সে জমা দেওয়া হয়।
দুপুরে অস্ত্র নিতে সেখানে যান আল আমিনসহ অনেক সদস্য। অপর এক পুলিশ সদস্যের বন্দুকে মিস ফায়ার হয়ে আল আমিন আহত হন। তার পেটের বাঁ পাশে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এজেডএস/এমজে