হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত নয়জনের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পদত্যাগকারী পৌর মেয়র জি কে গউছ সোমবার (১২ আগস্ট) বিকেলে নিহতদের বাড়িতে গিয়ে ৫০ হাজার করে মোট সাড়ে নয় লাখ টাকা অর্থ সহায়তা দেন।
সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে এ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জি কে গউছ।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বানিয়াচং উপজেলায় সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করে। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে আন্দোলনকারী ৪/৫ হাজার মানুষ বড়বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলে চারজনসহ সাতজন নিহত হন। এ ঘটনার চিত্র ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হয় নয়জন। এরপর বিক্ষুব্ধ জনতা থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
আরআইএস