ঢাকা: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে।
মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সাম উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআই-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৩,২০২৪
এমইউএম/এসআইএস